ভাষা শহীদ কলেজ, গাজীপুর(bscg) - A Top Choice for Higher Secondary Education (EIIN: 138062). ঢাকা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানে Science, Humanities ও Business Studies বিভাগে একাদশ শ্রেণিতে (HSC) ভর্তি চলছে। আমাদের সেরা Faculty, আধুনিক ল্যাব ও সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস (politics-free) সেরা শিক্ষা নিশ্চিত করে। Get details for HSC Admission in Gazipur & apply online! স্বল্প খরচে আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে BSCG একাগ্রভাবে কাজ করে ও আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখায়

ata to ads

কলেজ লাইব্রেরির নতুন নিয়মাবলী ও বইয়ের তালিকা

 

ভাষা শহিদ কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজ লাইব্রেরির পরিষেবা উন্নত করার লক্ষ্যে কিছু নতুন নিয়মাবলী প্রণয়ন করা হয়েছে এবং সম্প্রতি নতুন কিছু বই সংগ্রহ করা হয়েছে।

নতুন নিয়মাবলী:

  • লাইব্রেরি কার্ড ব্যতীত কোনো বই ইস্যু করা হবে না।

  • বই ফেরত দেওয়ার নির্দিষ্ট তারিখের মধ্যে ফেরত দিতে হবে। বিলম্বে ফেরত দিলে জরিমানা প্রযোজ্য হবে।

  • লাইব্রেরির ভেতরে নিরবতা বজায় রাখতে হবে।

  • লাইব্রেরিতে খাবার ও পানীয় গ্রহণ নিষিদ্ধ।

নতুন বইয়ের তালিকা:

  • বিভিন্ন বিষয়ের রেফারেন্স বই, উপন্যাস, বিজ্ঞান বিষয়ক জার্নাল এবং সাধারণ জ্ঞান বিষয়ক বই। বিস্তারিত তালিকা লাইব্রেরির নোটিশ বোর্ডে  পাওয়া যাবে।

সকলকে লাইব্রেরির নিয়মাবলী মেনে চলার এবং নতুন বইগুলো থেকে উপকৃত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

লাইব্রেরিয়ান, ভাষা শহিদ কলেজ।

একটি মন্তব্য পোস্ট করুন

[facebook]

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget